কবি গাজী মোসাঃ লতা ইসলাম এর এক জীবন বোধের কবিতা “শেষ কোথায়”

630
কবি গাজী মোসাঃ লতা ইসলাম এর এক জীবন বোধের কবিতা “শেষ কোথায়”
কবি গাজী মোসাঃ লতা ইসলাম

*শেষ কোথায় *

           *গাজী মোসাঃ লতা ইসলাম *

স্বাধীনতা ওহে স্বাধীনতা;
রক্ত দিলো তোমার জন্য লক্ষ জনতা,
ব্যথিত চিত্তে গেয়ে যাই অা‌মি সেই গান;
এঁকে যাই আল্পনার ছোঁয়ায় সেই সুর নাম,
স্বাধীন রাজত্বে কোনসে তোমরা নেতা?

মা- গো একটা গল্প বলো স্বাধীনতা নিয়ে,
সেই গল্পের মাঝে যেনো যাই হারিয়ে।
শহীদ হলো লাখো ভাই-বোন—
স্বাধীনতা আনতে ছিনিয়ে।

সত্যি করে বলো মাগো সেই কাহিনী আজ,
যেই কারণে পড়ে ছিলো পাকির মাথায় বাজ!
রক্ত লালে যে বিজয় নিশান উড়ে বাতায়নে-
বীর সন্তানেরা লড়ে ছিলো শত্রু সেনার সনে।
মনে কি গো পড়ে মা সেই ঝাঁঝাঁলো সন্ধ্যা বেলা?
যে গল্পটা কোন দিনও যাবে না গো ভুলা।

শিশ দিয়ে যায় দোয়েল পাখি সুরের তানে কানে,
স্বাধীনতা ঘুমরে কাঁদে নিত্য ক্ষনে ক্ষনে।
জীবন যদি মৃত্যুর ভয়ে জিম্মি থাকে স্বাধীনতায় বেড়ী,
ওরা জঞ্জাল ওরা হায়েনা হিংস্র যাবে কবে এই বাংলা ছাড়ি?
মুক্তি কামী আমজনতা লড়তে জানে আজ-
জীবন দিয়ে তাড়িয়ে দিবে ঐ হিংস্র পাকির বাড়ি।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here