::বাবা হারা:::
ফুয়াদ হাবিব অর্নব
বাবা তুমি অনেক দূরে
পাইনা তো তুমার দেখা,,
শতো হাজার ভীড়ের মাঝেও
নিজেকে লাগে অনেক একা।
গুটি গুটি পায়ে হাত ধরে
নতুন করে আর হাটা হলোনা,,
বেড়াতে নিয়ে যাবে বলেছিলে
আর তো নিয়ে কখনো গেলেনা।
কতকিছু কিনে দিবে
কত নতুন খেলনা,,
একটা ছেড়ে আরেকটা দাও
ধরতাম শতো কতো বায়না।
মাঝে মাঝে একটু বকা
একটু একটু রাগ করা,,
শাসন করেও বুঝিয়ে দাও
হাজার ভালোবাসা মায়া জড়া।
জানো বাবা এখন আমি
একটু একটু বুঝতে শিখেছি,,
সবাই বলে আমি নাকি
তুমার মতোই দেখতে হয়েছি।
তুমার অভাবটা মনে হলে
চারদিক লাগে আত্বহারা,,
হতভাগা আমি সেই
অনেকের মতোই এক বাবা হারা।