“শিশিরজলে তুলশি পাতা”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি নিশাত ফাতেমা

449
“শিশিরজলে তুলশি পাতা''কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি নিশাত ফাতেমা

শিশিরজলে তুলশি পাতা

                                  নিশাত ফাতেমা

আকাশে ঠেস দিয়ে পৃথিবীর
অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই।
চলে যাই বারান্দায়।
ওমা!
শীতল বাতাস বইছে।মন যেন কি বলছে,হ্যাঁ আমি ভালোবাসি সৃষ্টির সব কিছু।
ওরা আনন্দ বিলিয়ে দেয় মানুষের মনের মধ্যে,ক্ষতি করার চিন্তা করেনা।
তুলশি গাছের দিকে তাকিয়ে দেখি,
হেমন্তের শিশির ভেজা পাতাগুলো গা ভেজা হয়ে দুলছে।
আমার মনখারাপের উত্তরে বলছে;
পৃথিবীকে সুন্দরের দৃষ্টিতে দেখো,
মন ভালো হবে!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here