কবি- শিরিন আফরোজ -এর দেশ প্রেমের কবিতা “প্রিয় বাংলাদেশ ”

588
কবি- শিরিন আফরোজ -এর দেশ প্রেমের কবিতা “প্রিয় বাংলাদেশ ”
কবি- শিরিন আফরোজ

প্রিয় বাংলাদেশ

       শিরিন আফরোজ

গাছে ফুল ফল সতেজ কোমল
পাখির কিচিরমিচির মধুর গুজ্ঞণ
বহমান নদী পানি টলমল
সকালে সোনার রবি কুসুম কোমল
দখিনা সমীরণ স্নিগ্ধতায় মুখর
পাহাড়ের বুক ফেটে সৃষ্ট ঝর্ণাধারা
ফসলের মাঠে কৃষকের হাসি
জোসনা রাতে বাউলের গান
শীতের ভোরে কুয়াশায় ভেজা ঘাস
মক্তবেতে ছোটদের পড়ার মধুর আওয়াজ
কলেজ ,বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের পদচারণা
সরিষা ক্ষেতের অপরূপ সুন্দর
সাগরের বুকে ঢেউয়ের গর্জন
পাহাড়ের বুকে শত গাছপালা
বন জঙ্গলে নানান প্রাণীর বসবাস
স্নিগ্ধতার ছোঁয়া পরতে পরতে
ভালোলাগা আর ভালোবাসায় ভরা
সে যে আমার জন্মভূমি
মায়ার দেশ
সম্ভাবনার দেশ
প্রিয় বাংলাদেশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here