“যতি চিহ্ন,” কবিতাটি লিখেছেন কবি ও কথাসাহিত্যিক নাসরিন আক্তার

327
“যতি চিহ্ন,” কবিতাটি লিখেছেন কবি ও কথাসাহিত্যিক নাসরিন আক্তার

যতি চিহ্ন,

——নাসরিন আক্তার

কঠিন ধাঁধায় জগৎ দূর্বোধ্য সব,
মানুষ, জড়, নিকট, বন্ধু সব,,,,
নিবিড় সঘন সে অন্ধকার ।

পাণ্ডুলিপির বাক্যগুলো তামাটে অস্পষ্ট
অব্যবহৃত শব্দরা দাবার ছকে নড়েচড়ে
কৃতদাস মন বোধের জগতে দাসত্ব করে ।

কে জানে, কোন সরলের সহজ পথে মধুকণা আসে ,
সহজ মন, সহজ গমন, অসংকীর্ণ ধর্ম আর সমাজের গন্ডিহীন সাবলীল মহত্বে।

কে জানে, কোন পথে,,,
অন্ধকার ঘুর্ণনে যতি চিহ্ন পড়ে!

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here