ভারত এর সমকালীন সৃজনশীল কবি-মহুয়া ব্যানার্জী এর লিখা কবিতা “আশা তুমি ”

454
কবি-মহুয়া ব্যানার্জী এর লিখা কবিতা “আশা তুমি ”

আশা তুমি
মহুয়া ব্যানার্জী

রাত জেগে বসে থাকা ভোরের আশায়।
প্রতিদিন একটু একটু করে খসে
যাচ্ছে সময় জীবনের শরীর থেকে।
অবসাদ ঘর বেঁধেছে মনের কোণে,
ঠিক যেন ঘুণপোকা-
কুরে কুরে খাচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ…
তবুও আকাঙ্খা তীব্রতর হয় ভালোবাসার।
তবুও দিনের শেষে শ্রান্ত মন স্থির হতে
চায় নরম পাখির মত বুকে।
আশা জাগে নিভে যাওয়ার আগে,
শেষবারের মত প্রেমের হাতছানিতে
সম্পূর্ণ সমর্পণে তৃপ্ত হয় চরাচর।

লেখক পরিচিতি- মহুয়া ব্যানার্জী। পশ্চিমবঙ্গ। ভারত। কবি, গল্পকার ও প্রাবন্ধিক।
দেশে ও বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক গল্প কবিতা ছড়া অণুগল্প ভ্রমনকাহিনী লিখে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here