মৃত্যু পেতেছে ফাঁদ
শাহনা রহমান
মৃত্যু পেতেছে ফাঁদ,দরজার ওপাশে
ফ্যাকাসে ভুতুড়ে আলো আমাদের আকাশে
হিম হাসি লেগে আছে মুখে যেনো তার
কোথাও যাওয়ার আজ, নেই পথ আর
চারিদিকে দেখি শুধু লাশের জোয়ার
মুচড়ে উঠছে যেনো, দুঃখের পাহাড়
মৃত্যু ভয় তাড়া করে, ফেরে সারাক্ষণ
আমাদের অক্ষমতা যেনো, জেনেছে মরণ
ক্ষুদ্র এক ভাইরাস তাই নিয়েছে পিছে
বাঁচতে চাওয়ার আজ,সব চেষ্টাই মিছে
দিনদিন বাড়ছে, শুধু অশ্রুজল
বিফলে যায় যেনো সব কৌশল
বেঁচে আছি যেনো আজ মুখোশের আড়ালে
এ কেমন জীবন এসে সামনে দাঁড়ালে
তবুও স্বপ্ন দেখি, নেবো .. মাস্ক ছাড়া শ্বাস
আসবে সুদিন জানি, এ আমার বিশ্বাস….