আনাগোনা
রুনা লায়লা
কেবলই ভাবছি তোমার আনাগোনা
কি কথা বলতে চাও?
কেবলই ভাবছি কিসের এতো কথা?
কোনো এক হৃদয়ে তোমার আনাগোনা
অধির অপেক্ষা।
নীরবে ডাকাডাকি দখিনা সমীরণে
কান পেতেই যাও,
অবাধ ভালোবাসা অগাধ অবিরাম
বুঝতে পারছোতো? চাই না তা, যা চাও!
কেবলই দৃশ্য!
গভীরতা মেপেছো সম্পর্কের ঐ
থার্মোমিটারেতে?
কেবলই ভাবছি তোমার আনাগোনা
যে জীবন আমার কেবলই দৃশ্য!
বিরামহীন চলা।
মিছে আকাঙ্খা হৃদয়েরই কোণে
স্তুপাকারে সাজাও,
মেদময় বাসনা কেবলই ব্যর্থ
তবুও অবিরাম ছুটে চলা জীবন
যা নষ্টালজিয়া ।