কবি -শামীমা সুমি এর কবিতা “সুখরুমাল ” ফাল্গুনের জন্ম তিথিতে সেরা মনোনীত কবিতাটি প্রকাশ পেলো ফাল্গুন দুহিতা রুমকি আনোয়ারের অনুমতিতে ।

739
ফাল্গুনের জন্ম তিথিতে সেরা মনোনীত কবিতাটি প্রকাশ পেলো
কবি -শামীমা সুমি

সুখরুমাল

শামীমা সুমি

তিলোত্তমাদের তিরোধান হয়ে যায়
ব্যর্থ স্বপ্ন বুকে ধারণ করে,
চিবুক ছোঁয়া আহ্লাদে শুকিয়ে মরে
মুক্তোদানা ভোরের শিশির বিন্দু।
জলছবির রঙ বিবর্ণ হয় কালক্ষেপণে
আবির রাঙা আকাশ ওম মেখে নেয় চোখে
পৌঁষের রোদ মাখা সকাল কাঁদতে বসে
সোনা রোদ হেসে ভালোবেসে মান ভাঙায়।
অথচ আমি কালান্তক বসে থাকি পথচেয়ে
আসবে অরুন্তুদ হাতে গোঁজা সুখরুমাল,
চুমুতে শুষে নেবে শেষ অশ্রুকণা যা ঝরছিলো
অধরে আঁকবে সযত্নে রক্তিম আভা।।
হয়তো শুনতে চাইবে আমার সংবৃত শব্দমালা
যা অবহেলা পাড়ি জমায় যুক্তাক্ষরের বুকে,
বারংবার পিছে টানে মায়ার শেকল যারে
পেছাতে গেলেও বেঁধে যায় আঙুলের ভাঁজে।
কড়ির মতো সাদা মুখ নিয়ে বসে থাকি
চোখে ভাসে হাজার স্বপ্নের ডিঙি নৌকো
পৌষালী চাঁদ অভিমানে ঢেকে রাখে মেঘ
আয়ুষ্কাল আশায় থাকে রৌদ্রের আঘ্রাণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here