“প্রতীক্ষা” জীবন ছোঁয়া অসাধারণ কবিতা লিখেছেন কবি অর্ণব আশিক ।

453
কবি অর্ণব আশিক ।

প্রতীক্ষা

               অর্ণব আশিক

মুক্তার কথা ঝিনুক বোঝে জলের কথা নদী
আমার কথা তোমায় আমি বলি নিরবধি।

বৃষ্টির ফোটা বলে কথা বুঝায় প্রেমের সোহাগ
তুমি শুধু অবুঝ থেকে বাড়াও অনুরাগ।

প্রতীক্ষাতে কাটাই প্রহর সাজিয়ে বুকের আসন
হৃদয়মাঝে প্রেমের ডালায় আসবে তুমি কখন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here