“বন্ধু কে তুমি ”জীবন ছোঁয়া সময় উপযোগী অসাধারণ কবিতা টি লিখেছেন কবি সৈয়দা কামরুন নাহার শিল্পী ।

780
কবি সৈয়দা কামরুন নাহার শিল্পী

    বন্ধু কে তুমি

              সৈয়দা কামরুন নাহার শিল্পী

বিশ্ব সংসার তন্ন তন্ন করে তুমি কি পাবে শ্রেষ্ঠ বন্ধু!
না, আজ আর আস্থা নেই আমি আমার সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছি–

অর্থ সামর্থ্য সৌন্দর্য বন্ধু আকৃষ্ট হয় প্রথম নিঃশ্বাসে বিশ্বাসে তারপর–
তাকিয়ে দেখো এ জগত সংসার মায়া মরীচিকার যেখানে উল্টোরথ সেখানে বন্ধু, প্রকৃত বন্ধু!
প্রসন্ন চিত্তে গ্রহণ করতে পারিনা, পারিনা বলেই আমি বন্ধু ছাড়া
মানুষের সুখ ওজন সহ্য করতে পারে!
প্রয়োজনে ব্যবহার অপ্রয়োজনে দূরে ঠেলে দেয়–
ব্যথিতের ব্যথায় অসহায়ের সহায় কজন?
অশ্রু জলে অনুভবে কাছে পেয়েছো তুমি?
বিশ্ব নিয়ন্ত্রিত এই মানুষ স্রষ্টার সৃষ্টি পাপ পুণ্যের মানুষ,
স্বর্গ হতে ছিটকে পড়েছিল এই ধুলা মাটির পৃথিবীতে–
তাই বলি, চির রহস্যের অবগুন্ঠন এই মানুষ।
সুসময়ে বন্ধু হবে পাপের তাপে ভরিয়ে দিতে পারে তোমায়–

আবার বন্ধু সেজে সর্বস্বান্ত করতে সময় লাগবে না–
তবে অভিযোগের দরবারে নয় নিজের মনকেই প্রশ্ন করি বন্ধু কে তুমি?
কেমন তুমি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here