সহবাস
বিজিত গোস্বামী।
——————-
দুটো জীবনের বেঁচে থাকার জন্য কিছু চাই
উর্বর আনন্দ হিল্লোর আলিঙ্গন রাত
এক হবার কামার্ত মোহ,
অভীষ্ট লক্ষ্যে হৃদয় জুড়ে আগুন চুম্বন
বেশ আছি; আনন্দ উপভোগ প্রকৃত সহবাস।
দূরে নীল আকাশ আবছায়া অবসাদ ভারাক্রান্ত হৃদয়
অপেক্ষা প্রতিদিন ফিরে আসবে সময়;দিন বদলের স্বপ্ন
রাস্তার বখাটে মাতাল মুখে তার অশ্লিল শব্দ তুরগ ধ্বনি
ধৈর্যের অভেদ কুশিলব নিরাপদ আস্তানায় দেহ খুঁজে—
পরম সুখ প্রকৃত সহবাস।
আঁধার বিচলিত ধন্যি ললনারা বাসর সাজায়, সুযোগ্য পুরুষের
অর্থের দামী চাদর গায়;আতর সুবাস ছড়িয়ে
নায়কের এ অভিযান নায়িকার মলিন সজ্জায়, আহা! কি আনন্দ।
অভিনয় শেষে বাড়ি ফেরার পালা—
ঘরে সুবিমল বিছানায় আধশোয়া আরেকটা প্রতীক্ষা!
বাইরে হাজার সহবাসের চেয়ে এর দাম কম কিসে?
মুখোশের আড়ালে জ্যান্ত সময় কাঁদে লুকিয়ে
ভাষাহীন চোখ এ পৃথিবী কতো অসহায়!নিজেই দগ্ধ আজ।
গল্পের বাস্তব অভিজ্ঞতা নতুন কিছু নয়—
এখানেই অভিনয়ের যবনিকা ইতিহাস হয় প্রতিদিন।