বিনম্র শ্রদ্ধায় স্মরণে “কবি কাজী নজরুল ইসলাম”এর ৪৩তম বিদায় দিবসে আমেরিকার লস্ এঞ্জেলস থেকে কবি ও লেখক হাজেরা বেগম এর লেখা “বাংলার কবি কাজী নজরুল ”

1310

বাংলার কবি কাজী নজরুল —-🌹

                                               হাজেরা বেগম—————————☘️

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বাংলার কবি কাজী নজরুল ইসলাম
দুখু মিয়া পরিচয়ে তার ডাক নাম
সাম্যবাদের কবি মানব মনের ছবি
বাংলাদেশের বুলবুল জাতীয় কবি

কবিতায় উপনাস্যে সুরে গীতিকারক
শতগানের স্রষ্টা স্মৃতিতে জাগরুক
সর্বত্রই বিচরণ গুনে জ্ঞানের আলোক
সংগ্রামে গড়েছিলো জীবন বালক

আনন্দোলনে ব্রিটিশ বিরোধী সংগ্রামে
অন্যায় অত্যাচারের শত প্রতিবাদে
কলম-অস্ত্রে ঝরেছে অগ্নির লেলিহানে
মানবের তরে আজীবন জীবন-সংগ্রামে

বাংলার গর্বের কবি করি অহংকার
সুনাম খ্যাতিতে বিশ্ব জোড়া তোমার
চুরুলিয়ার পশ্চিমবঙ্গে জন্মে বুলবুল
বাংলা মায়ের আদরের ছেলে নজরুল

অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ বাংলাদেশে
সকল বন্ধন চিহ্ন করে বাঙালীকে ভালোবেসে
ঢাকা বিশ্ববিদ্যালয় জামে-মসজিদ প্রাঙ্গনে
চিরশায়িত কবি সকল কবিতা-হৃদয় অঙ্গনে—🙏
(… .. স্বপ্ন বিলাস)

1 COMMENT

  1. অনেক ভালোবাসায় শুভেচ্ছা সকল বন্ধুদের ও বন্ধু জনাব আশিকুর রহমান সাহেব কে-🌷* বাংলার কবি কাজী নজরুল —-🌹*বিনম্র শ্রদ্ধায় স্মরণে “কবি কাজী নজরুল ইসলাম” এর ৪৩তম বিদায় দিবসে*— দৈনিক আলাপ এ এই কবিতা প্রকাশিত করার জন্য।দৈনিক আলাপের সকল বন্ধুদের জন্য রইলো ঈদ শুভ কামনা এবং প্রত্রিকার সার্বিক উন্নতি কামনা করি—🌹
    শুভেচ্ছা অন্তে—হাজেরা বেগম☘️
    30-08-2019/LA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here