“ফিরে দেখা বারে’বারে ”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি ওপার বাংলার বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার প্রাপ্ত লেখিকা ও কবি_ সুজাতা দাস।

494
বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার প্রাপ্ত লেখিকা ও কবি_ সুজাতা দাস।

ফিরে দেখা বারে’বারে

                                  সুজাতা দাস

সেই যে ডাক দিয়ে ফিরে গেলি,
আজও কানে বাজে সেই ডাক-
চিলেকোঠার ছাদঘরটা ডাকে আজও,
কোনও অজানা সন্ধ্যায় আমায়-
তুই’তো দেখিসনি আর ফিরে,
অজানা ভালোবাসা- আজও খুঁজে ফেরে-
কোনও রাতজাগা পাখির কর্কশ শব্দে।

সেদিন ট্রেনের কামরায় চমকে তাকানো,
বড্ড বুড়িয়ে গেছিস তুই-
হাত বাড়াতে গিয়েও ফিরেয়ে নেওয়া,
আজও মনে রেখেছিস কিনা তুই-
চলে আসা স্টেশনের প্লাটফর্মে,
কয়েক সেকেন্ডের বিরতিতে-
দেখেছিলাম তাকিয়েছিলি অবাক দৃষ্টিতে।

শূণ্যে ভাসানো জীবনের কথকতা,
ডাক’দিয়ে ফেরে নিঝুম রাতের বরগায়-
ভোরের আকাশে বাজে আজানের সুর,
জেগে ওঠে না’পাওয়া হাবিজাবি-
যা’ছিলনা কখনও অনেক দামি,
তবুও অসময়ে আবার নতুন করে,
খুঁজে ফিরে হারাতেই এই মন।

তবুও হেঁটে’চলা সহস্র বর্ষ,
অছন্দরা খুঁজেছিল শুধুই ছন্দ-
ভালোলাগারা কী ভালোবাসা হয় কখনও,
যা’ছিল জীবনের মস্ত ভুল-
তবুও ফিরে দেখা অতীত বারেবারে,
এগিয়ে চলা জীবনকে সাথে করে-
ভালোবাসা না’হোক্ ভালোলাগা ছিল তো সেই সময়ে।।

কপিরাইট @1443 সুজাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here