দিনের শেষে!
বিশ্বজিৎ কর।
ধানসিঁড়ি নদীর বাঁক খাওয়া তীরে পৌঁছতেই –
চমকে উঠলাম!
বনলতা সেন! উদাস নজরে কবিতা পড়ছে,
জীবনানন্দের “রূপসী বাংলা’!
পিঠে আলতো ছোঁয়া দিতেই –
সভ্যতার ফসিল দেখলাম!
দমকা এক হাওয়ায় উড়ে গেল…..
হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নকশি কাঁথার মাঠে, ছেলেবেলা উঁকি দিল!
সেই বেহিসেবী ছুট্…..
বাঁধনছাড়া শৈশব বহুতলের নকশায় বাধা পেয়ে থমকে দাঁড়িয়ে!
ঘরে ফেরার রাস্তায় জটলা,
খাস খবর…..
শশীবাবু বৃদ্ধাশ্রমে গেলেন!
কে যেন বলে উঠল,
“যেতে বাধ্য হলেন! “