আয়েশা মুন্নির আবেগ,অনুভূতির কবিতা “প্রশ্নাতীত চিহ্ন”

310
আয়েশা মুন্নির আবেগ,অনুভূতির কবিতা “প্রশ্নাতীত চিহ্ন ”

প্রশ্নাতীত চিহ্ন
আয়েশা মুন্নি

রাতের নিজস্ব সৌন্দর্য ছাপিয়ে
নীরবে ছুঁয়ে ছিল গ্রীবা- অপক্ব বয়সে…
ঘন মেঘে বজ্রনিনাদের তালে
পাহাড় কাটা সরু পথে কিংবা
আঁকাবাঁকা পিচ ঢালা পথের দু’পাশে
চাপাতার চাদরে চুঁয়ে পড়ে প্রেম ছায়া।

দ্বিধা দ্বন্দ্বের বিভক্ত সময়ে
গাছের ডালে ডালে মৈত্রীর রেশ ধরে চলে
মধ্যবয়সী শিথিলতায় আমাদের প্রেম শীতল বন্ধুত্ব।

তবুও রাতের নিস্তব্ধতায়
প্রশ্নচিহ্ন নিয়ে বাহুবন্ধনী
দ্বিধাকম্পিত পাশে বসা।
তুমুল বৃষ্টির থরথর আলিঙ্গনে
প্রিয় আঙুলের সন্তপর্ণ স্পর্শে
বন্ধুত্ব ছাপিয়ে নামহীন হৃদয়ের বাস।
হাতে হাত রাখার মৃদু আঁচে
তুমি যে ঠোঁটে অনায়াসে রেখেছিলে ঠোঁট
তা কি পেরেছিল প্রেমিক হতে!
তবুও রাত্রির ধারণাতীত গভীরতায়
উপভোগ্য হয়, অসহায় সুন্দর সময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here