”ধৃষ্টতা ” রক্তের বিনিময়ে অর্জিত একুশকে যেন মর্যাদার শীর্ষে রাখতে পারি, এই চেতনা থেকেই কবিতাটা লিখেছেন কবি রেবেকা রহমান ।

475
কবি রেবেকা রহমান

ধৃষ্টতা

রেবেকা রহমান

মনের কথায় শিকল পরাতে এসোনা
জন্মগত স্বাধিকারে — হাত দিলে
ঝলসে যাবে জন্মসূত্র
এই বয়ানের পর রক্তক্ষয়ী ইতিহাস!

মৃত্যের তালিকায় দীর্ঘ কবর..!!

জীবনে থেকে নেয়া একুশ
ভাষাকে বাঁচিয়ে রাখবার স্বার্থে
বাংলাকে ভালবাসবার অভিলাষে
শহীদ মিনারে প্রজ্জ্বলিত রাখো আগুন

যেন কোনদিনও কেউ ধৃষ্টতা না দেখাতে পারে
…… …….. আর………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here