গর্ব ও গৌরবের অহংকারে কবি- দিলু রোকিবা লিখেছেন কবিতা“॥ “সোনামুখ একুশ আমার ”॥”

567
কবি- দিলু রোকিবা

সোনামুখ একুশ আমার

________/ দিলু
রোকিবা ____/

তুমি আমার রক্তে আঁকা দুঃখিনী বর্ণমালা,
ভাইয়ের বুকের– বিদ্ধ বুলেট
বিপ্লবী পাঠশালা!
একুশ তুমি কি আমার মায়ের বোবা অশ্রু জল?
নাকি মায়ের ভাষায় সিক্ত সদাই কেনা মূল্যে রক্ত ঢল?
তুমি বাংলা মায়ের ফাগুনের কুহুতানে–
বৃত্ত ভাঙ্গা অযুত কথার স্বাধীনতার কলতান!!

একুশ তুমি কি সধবার বসন,
বিধবার সাদা রঙ!
মিষ্টি শিশুর মুখের বুলি
বিচিত্র বর্ণ ঢঙ।
একুশ তুমি শহীদের বেদীতে সূর্য রক্ত কিরণ,
নাকি ফুলের অর্ঘ্যে বরকতের নাঙ্গা মুক্ত চরণ।
তুমি ষোলো কোটি মানুষের ক্লান্ত দুপুরে
মধ্য পুকুরে গাঁয়ের বধুর জল ডুব নুপূর!!
একুশ তুমি এখন ছাপ্পান্ন হাজার বর্গমাইল লাইনের বাইরে এক মানচিত্রের থেকে অন্য প্রান্তে মধুর ভাষার এক আজারীর চিন!!
একুশ মানে কালো ব্যাজ শোক মিছিল আর প্রভাত ফেরির ও নিউজ হেড লাইন।
একুশ তুমি এই প্রজন্ম মের ভাষার নব উৎস–
ছেলে হারা মায়ের বেদনা,
এখন তুমি সাহসের প্রতীক সমস্ত বাঙালি জাতির চেতনা!!
তুমি আমার সোনা মুখী নকশি কাঁথার এক অহংকারী জোতির্ময় উচ্চারণ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here