“সাড়ে_সাত_কোটির_কণ্ঠস্বর”কবিতাটি লিখেছেন আলোকিত কবি বাদল কৃষ্ণ বণিক।

414
আলোকিত কবি বাদল কৃষ্ণ বণিক।

সাড়ে_সাত_কোটির_কণ্ঠস্বর

                           বাদল কৃষ্ণ বণিক

সাড়ে সাত কোটি’র কণ্ঠস্বর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
মহান নেতা জাতির পিতা তুমি
কৃতজ্ঞ সালাম মোর ।

তোমার ডাকে মুক্তির মিছিল
আমরা সবাই যোদ্ধা
স্বাধীনতার স্থপতি এক বাক্যেই
নত স্বীকারে বিশুদ্ধতা।

বঙ্গবন্ধু মানেই একটি বাংলাদেশ
লক্ষ শহিদের আত্মদান
বঙ্গবন্ধু মানেই তোমার পরিচয়
তোমাতেই বঙ্গবন্ধু প্রাণ।

পদ্মা মেঘনা যমুনায় ঠিকানা
সুরমার পারে ডানবাম
বঙ্গবন্ধু পরিচয় স্বদেশ আমার
বুকে লিখি তারই নাম ।

যেলোক তোমায় করে অস্বীকার
সেতো এদেশের ব্যভিচার
তোমার নামে বদের রটনাকার
সেতো অপ্রকৃতিস্থ ভাঁড় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here