বরষা
শারমিন আ-ছেমা সিদ্দিকী
হায় বরষা! কদম ফুলে তুমি
আজও সেজে এসেছো,
প্রিয়ার চোখে শুধুই তুমি
নোনা জল এনেছো।
বিরহের সুর বাজে দূর আকাশে
বৃষ্টি ভেজা সারাদিন যেন,
নিরব ব্যথায় হৃদয় ক্ষত-বিক্ষত
তোমার পরশে দিও একটু স্নেহ।
চারপাশে যাবে ভরে
তোমার নবধারা জলে,
কোথাও দেবে আবার
ডুবিয়ে গভীর অতলে।
শাপলা শালুক মিলে
ছড়াবে যে শোভা,
পূবের আকাশ দিবে
লাল রক্তিম আভা।
জানি আমি তুমি থাকো সদা
ভরা যৌবন প্রাতে,
চারদিকে থৈ থৈ ফুলে উঠে ঢেউ
দেখি পূর্ণিমা রাতে।
নৌকায় বসে মাঝি দেখো
ভাটিয়ালি গান গায়,
সে যে শুধু ডেকে যায়
দিন রাত আমায়।
রূপের বাহার দেখে তোমার
জলে দেই হাত,
পিছন ফিরে দেখি আমার
সবই বরবাত।