“পরজন্ম”কবিতাটি লিখেছেন ভারত থেকে কলমযোদ্ধা পম্পা মণ্ডল ।

581
“পরজন্ম”কবিতাটি লিখেছেন ভারত থেকে কলমযোদ্ধা পম্পা মণ্ডল ।

পরজন্ম

পম্পা_মণ্ডল

তুই যদি পরজন্ম হোস
মূহুর্তেই ইতি টানবো ইহজন্মের,
অমানিশা রাতে জঙ্গল জলাজমি পার হয়ে
আলেয়ার আলোয় খুঁজবো পথ।

তুই যদি পরজন্ম হোস-
চিতার পাশে মশাল জ্বেলে ডাকবো মরন,
খই ছড়ানো হরির ধ্বনির সুরে
সিকি আধুলির মত মিশবো ধূলোয়।

লিখবো না আর বিষাদের কবিতা,
মুছে ফেলবো নোনাজলের দাগ।
বুকের আগুন মিশিয়ে দেবো রামধনুতে
যদি তুই পরজন্ম হোস-
দীর্ঘ রজনী শেষে দেখবো সোনালী সকাল।

***************************************
পম্পা মণ্ডল
রাজ্য- পশ্চিমবঙ্গ
 ভারতবর্ষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here