কবির মত কবি
রহিমা আক্তার রীমা
আমি কবি হতে আসিনি
আমার দুর্বল কলমে আমি তুলে আনিনি
যে শিশুটি পড়েছিলো ডাস্টবিনে তাকে আমি তার
বাবা-মা কিংবা জন্ম পরিচয় ফিরিয়ে দিতে পারিনি!
আমি কবি হতে চাইনি
শুধু প্রতিবাদে চেয়েছিলাম অবহেলিত/নির্যাতিত
নারীকে তার যোগ্য সম্মান ফিরিয়ে দিতে
কিন্তু তা ও আমি পারিনি!
আমি কবির কতৃত্ব খাটাইনি
তাই তো পরাজয়ে মুখ লুকিয়েছি
আড়াল হয়েছি সবার লোক চক্ষুর অন্তরালে
আমি যে কবিত্বে নিজেকে তুলে ধরতে পারিনি!
আমি যে কবির সুখ ভোগ করিনি
কারণ আমি প্রেম কাব্যে নিজেকে ভাসাইনি
শুধু করেছি অন্যায়ের প্রতিবাদ আর হয়েছি বির্তকিত
তাই ঝামেলায় জর্জরিত হয়ে আর কবি হতে পারিনি!
আমি ঝামেলা ভেবে নিজেকে জড়ায়নি
যখন ধর্ষিত হয় অনেক নারী কিংবা শিশু
লোলুপ দৃষ্টির ছায়াপটে জীবন-মৃত্যুর সায়াহ্নে
আমি নিরবে দেখে যাই এমন কবি হতে আমি চাইনি।
আমি চেয়েছি সত্যের অন্বেষণে প্রতিবাদী লেখনী
সমাজ বিনির্মাণে জোরালো হোক প্রতিটি কবির কলম
চাই না নোংরামো আর ক্ষমতার জোরে কিনে নিতে কবিত্বের ক্রেস্ট আর ভাব নিতে আমি কতটা সম্মানী।