কলমযোদ্ধা_ফেরদৌসী খানম রীনা এর কলমে কালবৈশাখীর কবিতা “বৈশাখ এলো রে ”

387
কলমযোদ্ধা_ফেরদৌসী খানম রীনা এর কলমে কালবৈশাখীর কবিতা “বৈশাখ এলো রে ”

বৈশাখ এলো রে

               ফেরদৌসী খানম রীনা

বৈশাখ এলো রে বৈশাখ এলো রে,
প্রকৃতি সাজলো নতুন বাহারে।
আনন্দ তাই সবার মনের মাঝে,
প্রকৃতি সেজেছে অপরূপ সাজে।

বাজছে ঢোল আর ঢাক,
এলো রে এলো বৈশাখ।
কন্যা,বধুরা পড়ছে কাঁকন অার দুল,
গলায় মালা আর খোঁপায় গাঁদা ফুল।

আলতা পা’য়ে লাল শাড়িতে,
খুশি আর আনন্দে যায় মেলাতে।
তরুণরা পায়জামা আর লাল পাঞ্জামি গায়ে,
পুরোপুরি বাঙালি হয়ে।

রয়না ঘরে মেলায় যায় সকলে,
রঙে রঙিন হয়ে ঐ বটমূলে।
মাটির বাসনে খাবে ইলিশ ভাজা,
পান্তা ভাতে শুটকি খেয়ে পাবে মজা।

করবে কত আনন্দ চড়বে নাগরদোলায়,
কিনবে মুড়ি,মুড়কি খুশিতে হারাবে মেলায়।
পুরানো সব বাঁধা-বিঘ্ন আর জড়া-জীর্ণতা,
দূর হয়ে পাবে পূর্ণতা।

নতুন বছরে নতুন আলোকে,
নব বার্তা, নব ঝলকে।
আগামির এক নতুন পথে,
সকল বাঙালি একসাথে।

জাতি,ধর্ম, বর্ণ ভুলে,
যাবে সকলে ঐ বটমূলে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here