এখনো নামেনি মেঘ
জেসমিন জাহান
কুল বধূয়ার ভীরু ভীরু চোখে
বর্ষার জল কী যে ছবি আঁকে
আষাঢ়ের ঢের দেরি
বাজেনি বজ্র- ভেরী
মেঘে মেঘে আজো হয়নি প্রণয়
নাইয়র যাবার হয়নি সময়
গাঙ ভরা জল-
হয়নি অতল
জোয়ার আসেনি ধেয়ে
পাথর ভাঙার শব্দ শুনিনি
চাতক ওঠেনি নেয়ে।
ঝরে ঝর ঝর দুঃখের নহর
বিরহী বধূর কাটে না প্রহর
পানসী কখন আসে
দিন কাটে সেই আশে
তরতরি বাড়ে শ্যাওলার জল
তৃষাতুর এই মন যে উতল
ছুটে যায় পোড়া মেঘ
পদ্ম পাতায় দিলাম লিখে
অস্থির ভাবাবেগ।
চৌচির মাঠ খেয়ালি বাতাস
আনচান করে মন
জ্যৈষ্ঠের সাজে সেজেছে যেনো
বরষার নীপবন।




















