কার কাছে যাবো
বাদল কৃষ্ণ বণিক
শ্যামল ছায়ায় মায়ার শহর
কেঁপে উঠে হঠাৎ
নিত্যদিনের সওদা’য় আগুন
কার কাছে বলব ?
সংসার চালাতে হিমশিম খায়
পরিবার কর্তা মূর্ছা যায়,
আবার ঘুরেফিরে মহাজনী ঋণ
মাথায় হাত অসার জীবন,
এমনি জীবন চলে প্রিয় স্বদেশে
যেখানে আয়ব্যয় শূন্যতে কৃষককূল
বুলেটপ্রুফ গাড়ী চলে রাস্তা কাঁপিয়ে
যায় চলে ক্যাচিনো’তে
সাথে গরীবের রূপসী কণ্যা, রঙ্গিন সাতকাহন
বিনিময়ে অদৃশ্য লেনদেন ,
পুষ্টিহীনতা মরে শিশু হাসপাতালের মর্গে,
কার কি এসে যায় !
নিত্যদিনের আহারে দাম বাড়ায় মজুদদার
রাজনীতি এখন ব্যবসার সুবিধে শক্তি
কারো বাপের সাধ্য নাই, পণ্যমূল্য কমাবার।
দলের নামে নাম ভাঙ্গিয়ে চলছে ঘোড়াখেলা
বিবেকহীন কাজে রপ্ত নবরত্ন জোয়ান’রা
মেধা’য় দেয় আগুন নয়তো গলাটিপে হত্যা
রাজকাহন এখন দিশেহারা, দিকবেদিক ছুটে
শহরে আগুন গ্রামে আগুন আগুন এখন সবখানে
প্রাইভেট ক্লিনিক, কোচিং বাণিজ্য
যেথায় যায় সেথায় আগুন ।
কার কাছে যাবো ?
একটু নৈতিকতা শিখতে
এখন প্রয়োজন নৈতিক শিক্ষালয়
যা দেখতে পাই, বাহিরে মলাট ঝকমকে ভিতরটায়
পতিতের পতিতালয় ।