কৃষক
নাসরিন জাহান মাধুরী
কৃষক জানে মাটির গুণাগুণ
কোন মাটিতে কোন ফসল
কোথায় কতটুকু জল আলগা দিতে হবে
কোথাকার জল টেনে সরিয়ে দিলে তবেই
জন্মাবে অমূল্য ফসল..
কতটুকু আলো পেলে তরতরিয়ে
গুল্মলতা বেয়ে ওঠবে মাচান
কোন বাতাসে ফুলের পরাগ ভেসে ভেসে
ছুঁয়ে৷ যাবে অন্য ফুলে
মৌমাছি গুঞ্জরিবে পরাগায়নের ধ্যানে
কৃষক জানে কৃষক সে কথা জানে
কৃষক জানে বানের জলে কোন ফসল মাথা তুলে রেখে বাঁচায় নিজেকে
জানে শুষ্ক রুক্ষ জমিতে কোন সে শিকড় প্রোথিত হয় মাটির গভীরে রস আস্বাদনে
তাও জানে কতটুকু ঘাম ঝরালে মুখে ফুটবে
তৃপ্তির হাসি,চোখ হাসবে মন হাসবে…
কৃষকের সেই হাসিতে তোমার কেন জ্বলে?
তার বাগানের গোলাপে তোমার কেন লোভ?
তুমিও হও কৃষক
তুমিও শিখে নাও মাটির গুণাগুণ
তুমিও ফলাও ফসল!
তুমিও ফোটাও গোলাপ!
অন্যের ফসলের গোলায় হানা দিয়ে আর কদিন?