বন্ধু তোমার জন্য
মাহবুবা আখতার
বন্ধু,তোমার জন্য হৃদপিণ্ডটা খুলে রেখে ভালোবাসার গভীর নদী বানিয়ে দেবো
তোমার জন্য আকাশের সব তারা নামিয়ে চমৎকার অলংকার বানিয়ে তোমাকে সাজিয়ে দেবো।
তোমার জন্য ভালোবাসা জমিয়ে জমিয়ে একটি
স্বপ্নময় সুদৃশ্য, সুরম্য অট্টালিকা বানিয়ে উৎসর্গ করে রাখবো তোমাতে।
শুধুই তোমার জন্য,
তোমার জন্য পৃথিবীর সব জল মুঠোয় ভরে তোমাকে স্নিগ্ধ স্নান করিয়ে পূজ্য পুরোহিত হয়ে নিবেদন হবো তোমাতে,
তোমার জন্য নীল নক্ষত্রের পৃথিবী নামিয়ে এবারের পুরো বসন্ত নীল চাঁদোয়া বানিয়ে তোমাকে জড়িয়ে নেবো
শুধু তোমার জন্য
তোমার জন্যে পৃথিবীর সমূহ ফুলের সুবাস দিয়ে তোমার দেহের ভাঁজে ভাঁজে নিপুণ কারুময় স্থাপত্যে অর্ঘ্য মন্দির গড়ে নেবো
তোমার জন্য সাগর সৈকতে প্রবাল দ্বীপে নতজানু
হয়ে মুগ্ধ প্রেম সমর্পণ করবো
বন্ধু শুধু তোমার জন্য,
একটি হিরন্ময় ভোর, দুপুর,বিকেল একটি সুশোভন রাত দেবো,
সুঘ্রাণ সতেরোর শরীর মেঘ বানিয়ে জলে ভিজিয়ে নেবো সারাজীবন,
শুধু তোমার জন্য
তুমি হবে জ্যোতির্ময়,আকাশ গঙ্গার বাঁধভাঙ্গা জ্যোৎস্নার মহা প্লাবন।
আমি সাঁতরে যাবো তোমার বুকের জলে,উথাল-পাথাল, থৈথৈ থৈথৈ জলে সমর্পিত হবো
নন্দিত হবে আমাদের ইচ্ছে,ইচ্ছেরা হবে প্রজাপতি,
পাখি,তৃষ্ণার্ত মেঘ,মৃণ্ময়ী আগুন