কলমযোদ্ধা-নাজনীন নাহার লিখেছেন ভিন্নমাত্রার কবিতা“কোজাগরী_প্রণয়_সুখ ”

341
কলমযোদ্ধা- নাজনীন নাহার লিখেছেন ভিন্নমাত্রার কবিতা“কোজাগরী_প্রণয়_সুখ ”

কোজাগরী_প্রণয়_সুখ

__________নাজনীন নাহার

হৃদয়ের পানকৌড়ি শূন্যতা ঢেলে সাজানো এ ছায়া পথ,
পথের বাঁকেই কেমন থমকে থাকে মন অহর্নিশ।
আমি তার গন্ধ বুকে নিলাম।
আমি এক পশলা ডাহুকী বিষণ্নতা গায়ে মেখে,
কেমন শীতার্ত হলাম কবিতার ভরদুপুরে।

না বলা দুঃখ গুলোরে দু’হাতে সরিয়ে,
আমি সুখেন্দু দীঘির গহীন জলে ডুবে গেলাম।
ডুবে গেলাম এক অলিখিত অনিন্দ্য প্রণয় বিলাসে।
যেখানে পূব আকাশে আঁধার নামে
নিয়ম করে রোজ বিকেলে,
যেখানে ভালোবাসার রোদ্দুরে অকারণ
ঘাসফড়িং এর খুনসুটি।

তোমার বর্ণিল আলিঙ্গনে,
খসে পড়া ঝুমকো জবার লাজুক আলাপন;
ঠোঁটের কোলে লুকোচুরি খেলে।
ছুঁয়ে থাকা কল্পকথার আহ্লাদী নিমগ্নতা,
তোমাতে আমাতে যাপন করে;
অনুরাগের বর্ষপূর্তী।
আমি নির্বিঘ্নে কাটিয়ে দেই নিযুত-কোটি
একাকী সময়,
আমাদের কোজাগরী প্রণয়ের সুখ ছুঁয়ে ছুঁয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here