বাংলা সাহিত্যের সারথি রুনা লায়লার একটি অনবদ্য অনুভূতির কবিতা “ইচ্ছে গুলো’’

914
রুনা লায়লার একটি অনবদ্য অনুভূতির কবিতা “ইচ্ছে গুলো’

ইচ্ছে গুলো
রুনা লায়লা

ইচ্ছে করে তোমার জন্য অনেক কিছু করি
ইচ্ছে করে নতুন করে সভ্য সমাজ গড়ি
ইচ্ছে করে ভেঙে ফেলি দূর্নীতির ঐ হাতটা
ইচ্ছে করে নীতিবানকে দেই উপহার চাঁদটা।

ইচ্ছে করে মন্ত্রী হয়ে মন্ত্র বন্ধ করি
রাখতে কথা বাধ্য করি খাইয়ে ঔষধ বড়ি
ইচ্ছে করে কবি হয়ে নীতির কথা কই
মিথ্যা যতো আবর্জনায় চালিয়ে দেই মই।

ইচ্ছে করে দেই বসিয়ে কষিয়ে একটা চড়
দ্রব্যমূল্য যারা বাড়ায় কেটে ফেলি ধড়
ইচ্ছে করে নষ্ট যতো বীজের চারা আছে
উপড়ে ফেলে পবিত্রতায় সাজুক নানান সাজে।

ইচ্ছে করে ভালোবাসায় জড়িয়ে থাক সবাই
ঝুটঝামেলা করে যারা করি তাদের জবাই
ইচ্ছে করে দেই পুড়িয়ে কালো টাকার পাহাড়
পেটটা ভরে খাক দু’বেলা করুক দুঃখী আহার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here