বেঁচে থাকব
মনীষা কর বাগচী
কাঠফাটা জীবন নিংড়ে এনেছিলাম একমুঠো সুখ
মরিচিকা নয়, সচ্ছ জলরাশি।
আকাশের এক কোণে একফালি চাঁদ মুচকি হাসে
শ্রান্ত দুটি চোখে আশা রেখা
অদ্ভুত সুন্দর।
কয়েকটি মুহূর্ত স্বর্ণ শোভিত
রশদ যোগায়।
ইতস্তত এটুকুই যথেষ্ট…
ভয় লাগে অঢেলের ইশারায়
শুধু জোছনাকে চাই
চাঁদ নয়
এটুকু অক্সিজেন পেলে বেঁচে থাকব অনন্ত কাল
অনন্ত কাল বেঁচে থাকব।
নতুন করে বাঁচি
মনীষা কর বাগচী
নির্ঘুম রাত, স্বপ্ন আসে না চোখে
শূন্য হাত, হাতড়াই বেঁচে থাকার ঠিকানা।
দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসে
আদিগন্ত বিস্তারিত রাস্তা ছাড়া আর কিছুই দেখা যায় না।
ঝরা পাতার মর্মর ধ্বনি আকাশ জুড়ে
ভয় হয় বড্ড ভয় হয়…
যদি পারো এই খাচার পাখিটিকে
একবুক আকাশ দিও
স্বপ্ন খুঁজে দেখি।
একটুখানি স্পর্শ দিও নতুন করে বাঁচি …
এই পাওয়াটুকুর আশাতেই খোলা আছে চোখ,
পাঁজর ঘরে ফোটে ফুল,
শ্বাস বায়ু বন্ধ হয়নি এখনও …