কবিতা
জবা চৌধুরী
কিছু বলা কথা, কিছু না-বলা
গেঁথে থাকে তা মনে অনিবার
কিছু স্বপ্নিল, কিছু বিবাদী
ভাষা হয়ে জাগে রোজ শতবার।
কিছু শব্দ বুনে হয় যে কথা
কিছু স্বপ্ন ঘুরে ফেরে কল্পনায়
কিছু প্রাণহীন কথা ফিরে পায় প্রাণ
কিছু সুপ্ত স্মৃতি জাগে মূর্ছনায় l
কিছু ডাগর চোখের অভিমান
ছিলো মেঘলা আকাশে ছড়ানো
ছিলো সহা নির্মম শত যন্ত্রনা
মনে শতযুগ ধরে ভরানো।
কাঁকনের সেই রিনিঝিনি সুর
বৃষ্টিতে ভেজা সকাল দুপুর
ছিল লুকিয়ে মনের গহীন অতলে
স্মিত হয়েছিল পায়ের নূপুর l
কবেকার দেখা আঁধার রাতের
খসে পড়া সেই একটি তারা
বুকে ধরে আমি রেখেছি যে তারে
আজও তারে দিতে পারিনি যে ছাড়া।
না-বলা কথারা ঘুরে ফিরে আসে
ওরা কখনো কাঁদায় কখনো হাসায়
তা-ই লিখে রাখি খাতার পাতায়
বেঁচে থাক মোর স্মৃতি কবিতায় !