আধুনিক কবিতার পথিকৃতদের একজন কবি নাসরিন জাহান মাধুরী এর লিখা কবিতা “অন্য অধ্যায়”

443
আধুনিক কবিতার পথিকৃতদের একজন কবি নাসরিন জাহান মাধুরী এর লিখা কবিতা “অন্য অধ্যায়”

অন্য অধ্যায়

              —————
নাসরিন জাহান মাধুরী

কখন কি হারিয়ে ফেলি
হারিয়ে ফেলি নিজেকে কোথায়
কোথায় কবে কোন সুদূরে ফেলে আসা মন
নিঃশব্দে এসে পাশে দাঁড়ায়
মনে করিয়ে দেয় কোন সন্ধ্যার জোনাকি
যে পথ দেখিয়ে ছিলো আলো অন্ধকারে
তোমার হাত ধরে ধরে চলে ছিলাম
কোন অজানায়–
কি রহস্য আঁকা ছিলো অজানা সে পথে–

অসমাপ্ত অধ্যায়ের মতো
যার শেষ অংশ পড়া এখনো বাকি
পুকুরের ঐ পার থেকে ভেসে আসা
সন্ধ্যা প্রদীপের আলোক মালার মতো
জ্বলজ্বল করে জ্বলতে থাকো
আর পোড়াতে থাকো মনের গহীনে
মনের কোণ বেয়ে নামা কষ্ট গুলো
চোখের কোণ বেয়ে নামতে নামতে
অধ্যায়ের সম্পাপ্তি টানে…
মনের পাতা উল্টিয়ে অন্য অধ্যায়ে
দৃষ্টি দেই..
মন পরে রয় আপন মনে আগের অধ্যায়ে..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here