“অভিশপ্ত কলম” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা লাবণ্য শাহিদা

386
“অভিশপ্ত কলম” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা লাবণ্য শাহিদা

অভিশপ্ত কলম

          লাবণ্য শাহিদা

খুব যেদিনকে
কান্না বুকে চাপড়ে ছিল ঝেঁকে,
শব্দ গুলো গড়িয়ে গেল
অভিশপ্ত এই কলমে!
এখন আমি ফেরি করে শব্দ বেচে চলি।
সোশ্যাল প্যাক এর এ যুগেতে
অভিশপ্ত এই কলমে!

থলে করে লাল বেগুনী সপ্ত রঙের দুঃখ,
বলছি ও ভাই?
বুঝলে কিছু আমি হচ্ছি
অভিশপ্ত এ কলমে!
‘তুই মেয়েটা এমন বোকা’ বলতে পারার স্রোতে
আমি না হয় ভিন্ন হলাম
থাকি না? এমন ব্রতে।
কাঁধ থেকে সেই ধুসর থলে
হাজার রঙের দুঃখ পোষে জানিস?
মানুষ গুলোর বদলে যাওয়ার
মিছিলযুগে কাঁদছি করে নালিশ!
কাছের মানুষ যেদিন গেল তকমা দিয়ে জোয়ারে
আমার কথা মিছিল হল
বিবেক সুদ্ধি শিরদাঁড়া টা
অভিশপ্ত এ কলমে!
আমায় যদি চুপ করাতে
খুব চাওয়া হয় যাদের
ব্রেয়নটের এক খোচাতে মগজ ফেলে
দিব্যি করে বলছি,
পারবি মারতে?
এক কোপে বিবেক টাতে!
ডান হাতেরি অস্ত্র দিয়ে খুবলে
দিলাম সপাটে
বিবেক ছাড়া কাপড় পরা
নিদারুন এক সমাজে!
কলম খানি বুলেট হয়ে
মিছিল করে স্লোগানে
খুব বলছি, আজন্ম সঙ্গী
অভিশপ্ত এ কলমে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here