এখানে স্নিগ্ধতা ছিলো
——নাসিমা খান।।
এখানে স্নিগ্ধ মেঘহীন আকাশ ছিলো
সেখানে কোজাগরী রূপালি চাঁদ ছিলো
এই ছাদের এককোণে অযত্নে মন ছিলো
ও বাড়ির ছাদে বাবরি চুলের তুমি ছিলে
এখন নক্ষত্র নেই গল্পের আকাশ জুড়ে
মাদুরের উপর আঁড় বাঁশি পড়ে আছে
সেই দুই ঠোঁট নেই সুরের যাদু মেখে
চুলের বাহার নেই পবনের বুক জুড়ে
পাশের বাড়িতে ইট পলেস্তারা খসে পড়ে
খসে পড়ে নক্ষত্র আকাশ থেকে
গভীর মেঘ ফুঁড়ে ফাগুনের রাত নেই
বারান্দা শূন্য পড়ে আছে বহুদিন হলো
আবার বাবুইপাখি তালের পাতায় বেঁচে উঠবে
উঠোনে খেলবে ধুলোমাটি, শরতের রোদ্দুর
আশা করে মাথা তুলি তুমি ব্যালকনিতে আসবে
ময়ূর চোখ তুলে শিরিষ গাছের ডালে!
এখানে পুকুর ঘিরে মাছ সাঁতার জানে
লেবু তলে টুইট টিপ টিপ পাখির লেজ
আমার চোখ আটকে যায় বারান্দায় চাঁদে
যেখানে তোমার হাতে স্নিগ্ধ আকাশ দোলে