বাংলা সাহিত্যের অন্যতম কবি লিলি জেসমিন এর অপ্রকাশিত অনুভূতি নিয়ে লিখা কবিতা“বিদগ্ধ চেতনা”

497
লিলি জেসমিন এর অপ্রকাশিত অনুভূতি নিয়ে লিখা কবিতা“বিদগ্ধ চেতনা”

বিদগ্ধ চেতনা

লিলি জেসমিন

কবি
আমি আমার মুক্ত
চেতনা থেকেই বলছি-

আজ হয়তো তুমি
সবার কাছে ভিষন একজন
সম্মান শ্রদ্ধা আর
ভালো লাগা ভালবাসার মানুষ।

আজ তুমি নিজেকে
অন্ধ ভক্তের মাঝে হারিয়ে
ভিষন একজন সেলিব্রিটি
মনে করছো-
আকাশ ছোঁয়া প্রসংশা তোমার।

কবি,
তুমি কখনো মহান ভাবুক
কখনো বা মিথ্যে
দাম্ভিকতায় ভরা তোমার হৃদয়
নিজেকে ভাবো বিশ্ব প্রেমিক।

তাই তো তুমি-
এক ভালবাসায় হৃদয় কে
সিক্ত না করে
নিজেকে ভাসিয়ে রেখেছো
অধিক ভালবাসার জোয়ারে।

কবি,
আমি জানি কবিরা
প্রেমিক হয় কিন্তু
আমি এটা জানতাম না
কবিরা অন্য সব মানুষের মত
ছলনাময়ী প্রেমের অভিনয় ও করে।

কবি,
এটাও মানতে কষ্ট হয়
সবাইকে সিরিয়ালে রেখে
নির্দিষ্ট একটা সময় ধরে
কয়েক সেকেন্ড করে সময় দিয়ে যাওয়া
এটা কি শুধুই কবিতার প্রয়োজনেই প্রেমিক হওয়া
নাকি নিজের আত্মতৃপ্তির
খোরাক খোঁজা।

সত্যিই বুঝিনা কবি
কেন মিথ্যে ছলনাময়ী
প্রেম নিয়ে খেলে কবিরা
কি ভাবে তারা নিজেদের
কেন এমন মিথ্যে অভিবাসন
কিসের নেশায় এ প্রহসন।

জানো কবি,
আজ হয়তো তুমি
তোমার নিজেকে অনেক
বেশীই মহান হৃদয়ের অধিকারী ভাবছো
ভাবছো নিজেকে মহান প্রেমিক।

আমি বুঝে গেছি কবি
আসলেও তোমরা প্রেমিক
প্রেমটা তো ক্ষনিকের ভালো লাগা
ভালবাসা তো নয়।

জানো কবি
এতোদিনে আমি অনুভব করেছি
তোমরা মহা প্রেমিক হতে পারো
শুধু মাত্র নিজ প্রয়োজনে কিন্তু
তোমরা, কারো সত্যি ভালবাসার
মানুষ টি হতে পারো না।

ক্ষনিকের পাওয়ার মধ্যেই
তোমরা তৃপ্তির সুখ খোঁজ
এক আকাশ থেকে
অন্য আকাশে
উড়ে বেড়াও নিত্য নতুন
পাখির খোঁজে।

কবিরা প্রেমিক হয় কিন্তু
সুযোগ সন্ধানী হয়
এটা মানা যায় না কবি
আজ তোমার সব আছে
ভক্তি সম্মান শ্রদ্ধা ভালবাসা।

এগুলোকে পাথেহ করে
মানুষ ঠকানোর মত
জঘন্য পাপে জড়িয়ে পড়োনা কবি, কারণ –
বিশ্বাস ঘাতক ভালো কিন্তু
আশাহত ভালো নয়-
এদেরকে স্বয়ং –
মহান আল্লাহু ও ক্ষমা করবেন না।

তাই তোমাকে বলি কবি,
তুমি, বার বার প্রেমে পড়
শত শত বার প্রেমে পড়
কোটি বার প্রেমে পড়
শুধু একজনের অধিক জনের নয়।

এমন স্বার্থপর ছলনাময়ী প্রেম
তোমার মত সব জান্তা
রুচিশীল মানুষ কে
মানায় না
তোমার ছোট খাটো ভুল
গুলোও অনেক বড় হয়ে
দেখা দিবে একদিন।

সেদিন তুমি
নিজেকে লুকানোর সঠিক
পথটিও খুঁজে পাবেনা কবি
এতো বছরের
তীল তীল করে গড়ে তোলা
সাধনা ভক্ত কুলের
সম্মান শ্রদ্ধা ভালবাসা
খোদা ভীরুতা
সব সব শেষ হয়ে যাবে
চোখের পলকেই,
তুমি জানতেও পারবে না তার কিছুই।

সেদিন তুমি শত কোটি
চেষ্টা করেও ফিরে পাবেনা
এই সব ভক্তি শ্রদ্ধা ভরা
ভালবাসাময় মানুষের সঙ্গ
সেদিন তোমার প্রিয়
মহান আল্লাহ ও
তোমার দিক থেকে মুখ
ফিরিয়ে নিবেন।

এমন ভয়ঙ্কর দিন যেন
ভুল করেও কখনো না আসে
তোমার পবিত্র জীবনে
এটাই কামনা আমার
মহান দয়াময়ের দরবারে।

আমি কবিতার প্রেমে পড়ে
ভালবেসেছি কবিকে-
তাই তোমাকেই বলছি কবি
তুমি শুধুই প্রেমিক না হয়ে
ভালবাসার মানুষ হয়ে যাও
ভালো কোন হৃদয়ের।

দেখবে কিছুই হারাবে না তুমি
সবি তোমারই থাকবে
চির অটুট হয়ে আজীবন
তোমার ভক্ত কুলের নিঃস্বার্থ
ভালবাসা ভক্তি সম্মান শ্রদ্ধা
ভালবাসা নাম জস সবি চির
অক্ষুন্ন থাকবে তোমার।

স্বয়ং বিধাতার আর্শিবাদ ও
থাকবে সদাই পাথেহ
হয়ে তোমার তুমি হবে
মহান মানবতাময় হৃদয়ের মানুষ
এ বিশ্ব জগৎ সংসারে
পূর্ণতা পাবে তোমার মহান
আল্লাহুর নৈকট্য লাভের বাসনা।

পরিশেষে বলে যায়
কারো কষ্ট বা দীর্ঘশ্বাসের
কারন না হয়ে
ভালো মনের নিঃস্বার্থ
মানুষের
ভালবাসার মানুষ হয়ে
নিজেকে পরিপূর্ণ কর কবি।

দেখবে স্বয়ং আল্লাহই
তোমার সাহায্য করবেন
আজীবন তোমার সুখের
সারথি হয়ে
তোমারই সফলতার চাবিকাঠি নিয়ে।

খুব ভালো থেকো কবি
তোমার সুখ শান্তি সফলতা কামনায়-
এই অধম ভক্তের, অহর্নিশ
দোয়া সহ শুভ কামনা ছিল
আছে থাকবে আজীবন
নেকচাওয়া নেক আমল হোক
তোমার জীবনের সফলতার সম্বল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here