মায়ের ভাষার প্রজ্ঞাবান লন্ডন, যুক্তরাজ্য প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিন এর লিখেছেন অসাধারন কবিতা “এক একটা বর্ণ”

486
যুক্তরাজ্য প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিন

এক একটা বর্ণ

         ফাহমিদা ইয়াসমিন

যে ভাষায় কথা বলছি সেই ভাষায় কথা বলবো
এ আমার অহংকার আমার গর্ব।

ভাষার জন্য বুক পেতেছে যারা কে রাখি আজ খোঁজ
অথচ আজকে তাদের জন্য বাংলা ভাষায় বলছি কথা রোজ।

পাক হায়েনাদের করে দিয়েছে প্রথম তারাই সাবধান
বুঝিয়ে দিয়েছে আমরা মরতে পারি সইবো না অপমান।
চোখের জলে বুক ভাসে মায়ের
রক্তমাখা শার্ট দেখে
তবুও আমরা খুঁজি না আজও এমন সূর্য সন্তান ছিলো কে কে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here