পরিযায়ী
সোনালী মিত্র
আমরা গৃহবন্দি-ওরা পরিযায়ী
আমাদের আছে যুঁই ফুল সাদা থালা,
ওদের খোলা আকাশ ।
হাত পা বেঁধেছি শেকলে আমরা
ঢেকেছি মুখোশে মুখ।
মুক্ত হাওয়ায় ওরা আছে বেঁচে
নিয়ে ঘরে ফেরার স্বপ্ন।
ওরা পরিযায়ী,
নিরন্ন পেটের কথা গুলো সব হারিয়ে যায় রাতের অন্ধকারে।
বন্দি ঘরের শূন্যতা আজ আমাদেরই কাঁদতে বলে।
মাথায় এখন কাঁটার মুকুট
পরেছি শ্রেষ্ঠ জীবের।
হার মানা হার কন্ঠে আমাদের
বন্ধ দুয়ার এঁটে।
একটাই আকাশ দুই পৃথিবীর
আমরা আর ওরা ।