জীবন বুঝি এমনই
——হোসনেয়ারা বেগম
সুখ -সীমান্ত ছুঁবো বলেই স্বপ্নগুলোকে প্রশ্রয় দিয়ে এসেছিলাম আজন্মকাল
কত পথ উঁচুনিচু, কাঁটা- জঞ্জাল পেড়িয়ে
এক টুকরো হাসির সুবন্দোবস্ত করবো বলেই ধরেছিলাম তোমার হাত।
সময়ের কাছে অঞ্জলি পেতে
চেয়েছিলাম শুধু যুগলপ্রেমের প্রতিশ্রুত
উপসংহার।
নির্বিঘ্নে এড়িয়ে গেছি কত যন্ত্রণা কত
দ্বন্দ্ব সংঘাত উৎকট সংহার।
সবই বুঝি নিরর্থক নিঃস্বার!
তবুও একলা থাকা নিঝুম দুপুর
একান্ত সময়
এখনও খাঁ খাঁ উঠোনে জীবন খোঁজে বসন্ত তিথী
জীবনের সম্ভার।
পরম মমতায় ধূলিকণার আস্তরণে খুঁটে খুঁটে খায় শস্যদানা,
অনাবিল তৃপ্তি আস্বাদ।
জীবন বুঝি এমনই যখন যেমন
তেমনই অতঃপর।