তারুণ্যের কবি জান্নাতুল ফেরদৌসী এর ব্যতিক্রম ধর্মী কবিতা “প্রকৃতির নিয়ম”

963
“প্রকৃতির নিয়ম”
তারুণ্যের কবি জান্নাতুল ফেরদৌসী

প্রকৃতির নিয়ম

                        জান্নাতুল ফেরদৌসী

সব থেকে কাছের বন্ধুটিও একদিন
হারিয়ে যায় অজানা ভিড়ে,
দিক হারা পাখিটিও ফিরতে চায়
নিজের সুখের নীড়ে।

কাঁদো কাঁদো মুখের সেই ছোট্ট মেয়েটিও
স্বস্থির নিঃশ্বাস ফেলে মায়ের কোলে,
মাছের ঝাঁক হতে বিচ্ছিন্ন হওয়া মাছটিও
খেলা করে গভীর জলে।

হরিণ ছানা তাড়া খেয়েও
যায়না মা ক ছেড়ে,
মা থাকতে সন্তানকে কেউ
পারে না নিতে কেড়ে।

বাবা-মায়ের আদরের মেয়েটিকেও
একদিন চলে যেতে হয় অন্যের ঘরে,। আজকের সেই তাজা ফুলটিও
ঝড়ে পড়ে সময়ের কাছে হেরে।

প্রকৃতির নিয়মগুলো এভাবেই চলে,
পরিবর্তনগুলো যেন নিজেরাই কথা বলে।
প্রকৃতির নিয়মকে যায় নক খণ্ডানো
এইটা যেন সময় নামক ফ্রেমটায় বাঁধানো।

1 COMMENT

  1. প্রকৃতির নিয়ম
    জান্নাতুল ফেরদৌসী .
    বেশ মিষ্টি কবিতা । সুখ ও দুঃখের সমাহারে সুবিন্যস্ত । খুব টানে । মায়াময় পরবেশন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here