সমাজ সভ্যতার লেখক-নাসরিন জাহান মাধুরী এর নির্বাক চোখে লিখা কবিতা“অপারগতা ”

376
“অপারগতা ”
সমাজ সভ্যতার লেখক- নাসরিন জাহান মাধুরী এর নির্বাক চোখে লিখা কবিতা “অপারগতা ”

অপারগতা

    নাসরিন জাহান মাধুরী

ফিলিস্তিন নিয়ে আমিও সবার মতোই লিখতে চেয়েছিলাম..
বর্বরোচিত হামলা অসহায় মানুষের ওপর,
ছোট অবুঝ শিশুর রক্তাক্ত মুখ দেখে দেখে বিদ্রোহী হয়ে ওঠতে খুব ইচ্ছে জেগেছিলো মনে..
সবার হ্যাসট্যাগ আর স্ট্যাণ্ড ফর প্যালেস্টাইন লাফঝাপ দেখে ভাবছিলাম আমিও লিখি,
কলমের জোর নাকি তরবারীর চেয়েও বেশি…

কিন্তু লিখতে গিয়ে কলম থেমে যায় বারবার
আমি খেয়াল করে দেখেছি আমরা কতটুকুই মানুষ
দিনে দুপুরে মানুষের খুন ধর্ষণ দেখছি,
সাহায্যের হাত না বাড়িয়ে ভিডিও করছি নির্বিকার

তাই থেমে যাই আমি, থেমে যাই কারণ
আমি আমার ভাইয়ের নিরাপত্তার জন্য কিছু করতে পারিনি
মুনিয়া নামের সেই ছোট্ট মেয়েটাকে রক্ষিতা অপবাদ দিয়ে ট্রল করে বেড়ালো আম জনতা
কি করার ছিলো? কি করেছি?
আমি লান্ছিত ঐ সংবাদ কর্মীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করিনি

আমার শহর যখন দাউদাউ জ্বলছে আর তা উস্কে দিচ্ছে কিছু ভন্ড প্রতারক
আর নীলনকশার জাল বুনছে জবর দখলের..
আমি তার কোন প্রতিকার করতে পারিনি

আমি ফিলিস্তিনের জন্য কি লিখবো,
কি লিখবো আমি? কি করবো?
আমি মেধা শূন্য অতি ক্ষুদ্র একজন মানুষ।
হতে পারিনি শিয়ালের মতো চতুর কিংবা পা চাটা কুকুরের মতো প্রভুভক্ত
এ আমার অপারগতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here