কলমযোদ্ধা-রিমন সরকারের উপলব্ধির কবিতা“বিমল প্রেম”

336
কলমযোদ্ধা- রিমন সরকারের উপলব্ধির কবিতা“বিমল প্রেম”

বিমল প্রেম
রিমন সরকার

খুব জানতে ইচ্ছে করে ভালবাসার মূল্যায়ন হয়
প্রেমহীন জীবনে ভালবাসায় জড়ালে
হে আত্মার আত্মীয়।
তুমি আমার জীবন মরণের সাথী
মাথার তাজ ভালবাসার আঁখি।

আপন কেউ দেয়নি ঠাঁই ছেড়ে গেল সবে
তুমিই করেছ আপন গহীনতলে
এ ধরণীতে পরম আপন
জনমনের ভালবাসার ধন
প্রতিজ্ঞা করি আজি রবো সর্বক্ষণ
পাশাপাশি আজীবন।

ভালবাসায় হৃদয় কম্পনের এক অনুভূতি
ভালবাসায় স্পর্শিত হয় অন্তর
তোমারি সহানুভূতিতে
ভালবাসার বিদ্যাপীঠ জীবনে
উন্নত অবনত হওয়া
সঠিক ভাবনায় তোমাকেই পাই
অনুকূলে হে প্রিয়।

পার্থিব এই পৃথিবীতে প্রতিটি জীবনে
ভালবাসা পেতে চায়।
তোমার সৃষ্টি এ জীবনে খোদার
তরফ থেকে।
শ্রদ্ধা, ভালবাসার ঘাটতি নেই কোন
সংসার বাঁধনে প্রসন্নতা
তোমারি সাথে যেন।

মানব জীবনে পেয়েছি বিশ্বাস
পবিত্র ভালবাসার ধরেছে পচন
তোমার ভালবাসা যেনো বিমল প্রেম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here