ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “এসো, জীবন খুঁজি”

622
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ কর-Kobita-কবিতা-এসো, জীবন খুঁজি
কবি বিশ্বজিৎ কর

এসো, জীবন খুঁজি!

বিশ্বজিৎ কর

কত আকাশ আজও কালো পোশাকে আলোর আশায় দিন কাটায়,
কত পাখি সুর হারিয়ে দিগন্তবিস্তৃত আকাশে অসহায়ভাবে উড়ে বেড়ায়,
কত রাত বিনিদ্রতায় বুকে হাত রেখে স্বপ্ন দেখে,
কত স্বপ্ন বাস্তবতার ক্যানভাসে তুলি-র আঁচড় কাটতে পারে না,
কত হৃদয় অব্যক্ত যন্ত্রণায় ভালবাসার কবিতা লিখে চলেছে,
কত সবুজ ক্লোরোফিলের প্রত্যাশায় সূর্যালোকের প্রার্থনা করে,
কত ছবি জীবন-রঙে রঙিন হওয়ার মাদকতায় দীর্ঘশ্বাস ফেলে চলে,
কত মাতৃহৃদয় সন্তানের সফলতায় ব্রতকথাপাঠে নিমগ্ন থাকে,
কত বৃদ্ধাশ্রমের এককোণে লুকানো চোখের জল প্লাবন সৃষ্টি করে,
কত ধর্ষণ মাতৃত্বের লজ্জামাখা অধ্যায়কে গর্ভপাতে বিলীন হচ্ছে,
কত মনের কথা সাংসারিক বন্ধনে না-কথার জালে ছটফট করে,
কত শিশু লড়াই-করা মায়ের বুকে উদাসী দৃষ্টিতে রসদ খুঁজে চলে!
তোমরা ভাবতে থাকো…..
আমার কবিতা নাম-না-জানা পাখির ঠোঁটে সুর দিতে ব্যস্ত থাকুক,
এসো জীবন খুঁজি -মননে, চিন্তনে!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here