শুনো নিলাঞ্জন
সাহানুকা হাসান শিখা
শুনো নিলাঞ্জন,তোমাকে আজ,
আমার বড্ড প্রয়োজন।
এই যে তেলাপিয়া মাছ ভাজি
একটুও হলো না তোমার মত কারসাজি,
কি বলবে ? হয়েছে তিতকুটে ?
না না মোটেও না,হয়েছে বিদঘুটে।
নিলাঞ্জন, তুমি কি জানো কেমন হয়েছে?
একেবারেই স্বাদ হীন,গন্ধ হীন পানসে,
সব দিয়েছি,হলুদ,মরিচ,ধনে সরিষার তেল
তারপরও আমি হলাম ফেল।
কেন জান? তুমি হীনা সবই নিরস
তলাপিয়া মাছের বলো কি দোষ?
সেদিনের পর আর তো আমি তেলাপিয়া
মাছ ভাজি নি।
আলতা নুপুর রেশমী চুড়ি, সেই সাজে আর
সাজি নি।
সবই ছিলো তোমার জন্য,আমিও ছিলাম
তোমার চাওয়া দিয়েছে তোমায় তৃপ্তি।
আমার কোন চাওয়া ছিলো না তাই রয়ে গেল অতৃপ্তি।