একমুঠো ভাত
তুলোশী চক্রবর্তী
____________
পাশ দিয়ে যাচ্ছে কতো
বড়বাবুদের গাড়ি
এক বৃদ্ধা হাত পেতে বসে আছে
সে যে অনাহারী,
সারাদিন কেটে যায় তবু কেউ
একটি পয়সা দেয়না তাকে
আশ্রয়হীন বুড়ি রাস্তার পাশে
ময়লার স্তুপেই শুয়ে থাকে,
দেহ তার কঙ্কালসার
হাড়গোড় দেখা যায় স্পষ্ট
জটপাকানো চুল ,দেহ প্রায় বস্ত্রহীন
তাই সবাই বলে এর মাথা নষ্ট
অর্ধশায়িত কোমড় খানি টেনে টেনে
রাস্তাটি হচ্ছে পাড়
আমার তো নেই জানা
হয়তো পা দুটি তার অসাড়,
পাশে আবর্জনায় খুটে খুটে
কুকুরে কি যেন খাচ্ছিল
সারমেয় মুখ হতে টেনে নিয়ে
বুড়ি তা নিজ মুখে পুড়ে নিল,
সেদিন কলেজ থেকে ফেরার পথে
এ দৃশ্য দেখেই চমকে গেলাম হঠাৎ
সে তো পাগলি নয়
অনাহারী সে, পায়না কোথাও একমুঠো ভাত।