কবি আয়েশা মুন্নির কবিতা ”একজন মায়াবতী”

1329
কবি আয়েশা মুন্নির কবিতা ''একজন মায়াবতী ''

একজন মায়াবতী
আয়েশা মুন্নি

বেঢপ বৃষ্টির আহ্লাদে পাহাড়ি মাটির ভিজে বাসরে,
পলাতক গোধুলীর আবীর এসে ছুঁয়ে দিয়ে গেছে সনাতন বিকেলের মন্দা রোদ।
পাতার বাঁশির সুর উড়ে বেড়ায় সমস্ত প্রকৃতির ঘ্রাণে।
ঘুম ঘুম চোখে জেগে থাকে মনজ মানুষ,
ঐ গহীন থেকে ভেসে আসা হলুদ পাখির স্বরে,
মায়াবতীর আনন্দ আর দুঃখ এসে একাকার হয় এইসব বিনম্র প্রহরে —
অনন্ত হয় এ জীবন লিপ্সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here