কবি রেবা হাবিব এর জীবন চিত্রের অসাধারন কবিতা “অদেখা সবকিছু ”

482
“অদেখা সবকিছু ”
কবি রেবা হাবিব

অদেখা সবকিছু

                         রেবা হাবিব

————————
আমি ঝাঁপ দিতে চাই আরও একবার
বুঝে উঠতে না পারার অক্ষম অসম্ভবে
ছিন্নভিন্ন হতে চাই ঘৃণা ও ক্ষমার মাঝে ।
প্রতিদিন দাঁড়িয়ে থেকেছি একই পথের ধারে !!
হাতটি ধরে কেউ এসে বলুক
চলো হারিয়ে যাই এই পথে।
আর কতকাল দাঁড়িয়ে থাকা একই জায়গায়!!
বলতে পারেনা বিষাদিত এই মন
একই ঘরে জ্বলছে যেন একই বাতি।
এই শতাব্দীতে বড়ই বেমানান আমি!
পথের ওই বাঁকে ফেলে এসেছি
আমার আত্মার খানিকটা অংশ।
নিদ্রাহীন, বৃষ্টিহীন, ঝড়বিহীন কোন কাঙালিনীর বেশে
শুকনো জলপ্রপাতের দিকে ক্রমাগত ছুটে চলেছি
ভীর অন্ধকার ঠেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here