সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন লন্ডন থেকে প্রতিভাধর কবি__মিনু আহমেদ এর কবিতা “তুমি সুন্দর মনের মানুষ ”

756
সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন লন্ডন থেকে প্রতিভাধর কবি __মিনু আহমেদ এর কবিতা “রোজ ইচ্ছে করে ”
প্রতিভাধর কবি __মিনু আহমেদ

তুমি সুন্দর মনের মানুষ

                                   মিনু আহমেদ

তুমি কেমন আছো বলবে?
তুমি কি আর লেখা-লেখি করো না!
উওর: হুম করি তো!

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি
তুমি কেমন আছ ?

প্রশ্ন: তুমি আমার পত্রিকায়ে লেখা দিচ্ছো না কেনো?
একটি ছবি সহ লেখা দিবে কেমন।
উওর: ছবি তো আগের মত তুলি না
ছবি দেখলে আপসোস লাগে!
হারিয়ে ফেলেছি যৌবন হারিয়ে ফেলেছি
সৌন্দর্য খসখসে চেহারায়ে কি ছবি ভালো দেখা যাবে!
উওর: ছবি পুরনো হলেও চলবে
আর মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে চেহারা তে নয় মনে।
তুমি সুন্দর মনের মানুষ
তাই তো তোমাকে খুঁজি আমার পত্রিকার পাতায়।
আমার পাতায়ে তুমি চির সবুজ অরণ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here