জাগতিক সব শূন্যতায় একটুখানি অমৃত ঢেলে দাও। এইটি তারুণ্যের কবি-আয়েশা মুন্নি এর কবিতা “অদৃষ্ট ”এর অংশ বিশেষ !!

638
“অদৃষ্ট ”
তারুণ্যের কবি - আয়েশা মুন্নি

অদৃষ্ট

    আয়েশা মুন্নি

ইদানিং বড্ড জেদি হয়েছি আমি।

তোমার অবহেলায় জেদ
সমালোচনার জেদ
তিরষ্কারের জেদ
তিক্ততায় জেদ
কটাক্ষের জেদ
প্রেমহীন একাকী প্রহরের জেদ।
নীরবে সয়ে যাওয়ার জেদ
নিঃশব্দ নিঃশ্বাসের জেদ
ভীতি ও কপটতার জেদ
ঔদ্ধত্য ভাষার জেদ।

ইদানিং বড্ড অভিমানী হয়েছি আমি।

সময়ে অসময়ে অভিমান
চোখের জলে অভিমান
ভালবাসায় অভিমান
একাকীত্বে অভিমান
দূরত্বের অভিমান
কবিতার দীর্ঘশ্বাসে অভিমান
মেকি হাসির অভিমান
অধিকারে অভিমান
প্রকাশে অভিমান
স্পর্শে অভিমান

ইদানিং বড্ড দুঃখি আমি!
আমার কবিতারা লুটিয়ে পড়েছে
তীরবিদ্ধ আহত পাখির মত,
অনুভূতির ফুলগুলো সব ঝরে গেছে,
স্বপ্নীল স্বপ্নরা নিলামে উঠেছে…
তোমার লুকোচুরি আর
আমার আত্মার নিঃশব্দ হাহাকারে
প্রকম্পিত আমি উর্দ্ধগামী শূন্যতায়…
হে অদৃষ্টের অধিপতি এবারতো সদয় হও,
জাগতিক সব শূন্যতায় একটুখানি অমৃত ঢেলে দাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here