“হও খাঁটি মুসলমান”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা রহিমা আক্তার রীমা

419
“হও খাঁটি মুসলমান ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা রহিমা আক্তার রীমা

হও খাঁটি মুসলমান

                রহিমা আক্তার রীমা

যদি আল্লাহ-নবীর অপমানে
কাঁদে না তোমার প্রাণ
তবে কেমন মুসলমান তুমি
কেমন মুসলমান।

একজন যিদি রক্ষা করছেন
ইসলামের সম্মান
দিচ্ছেন ইসলামের নেতৃত্ব
তিনি হলেন এরদোয়ান।

সাথে আমরা মিলাই সবে
ভ্রাতৃত্বের ঐক্য
আল্লাহ এক ও অদ্বিতীয়
নেই মতানৈক্য।

ইসলাম নিয়ে বিরোধ করে
সাধ্য আছে কার
ইসলাম হলো সত্য সুন্দর
আমার অহংকার।

পেয়ারে নবী আল্লাহর ওলি
সবাই নবীর উম্মত
আমরা সবে অনুসরণ করি
নবীর শেখানো সুন্নত।

আমরা সবাই নবীর প্রেমে
ভালোবাসার ভক্ত
নবীর অপমানে কাঁদে প্রাণ
বুক ফেটে আসে রক্ত।

আল্লাহর নবী আমাদের প্রাণ
জীবন দিয়ে রক্ষা করবো নবীজির সম্মান
তবেই আমরা হতে পারবো খাঁটি মুসলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here