প্রতি‌চিন্তা ,শুভ‌বো‌ধে শুচিতের ডাক সমসাময়িক কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া এর লিখা কবিতা “আমি নির্বাক কবি এক ”

767
কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া এর লিখা কবিতা “আমি নির্বাক কবি এক ”
সমসাময়িক কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

আমি নির্বাক কবি এক

                                 লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

যেখানে ধর্ম আর বর্ণ নিয়ে
প্রশ্ন তুলে রক্তের বন্যা ভাসায়
মস্তিষ্ক বিকৃত এক শ্রেণি,
যেখানে সত্যকে মিথ্যা
আর মিথ্যাকে সত্য করে
মানুষ নামধারী বিবেক বর্জিত
একদল অমানুষ!
যেখানে চিকিৎসার নামে
টাকা কামানোর ধান্দায়
মানবতার মুখোশ পড়ে
ভগবানের আসনে বসেছে
অর্থ লোলুপ পিশাচের দল-
সেখানে জীবন্মৃত কবি এক,
আক্রোশে ফেটে পরতে পারিনা
ধরতে পারিনা কলম
ছুঁড়তে পারিনা বিষবাণ
আমি নজরুল ভক্ত এক-
অন্তরে যাঁকে করি লালন
অথচ অন্যায়ের বিরুদ্ধে
সেই দেবতার বিপরীতে দাঁড়িয়ে
অত্যাচার আর অনিয়মের বেড়াজালে বন্দী আমি দৃষ্টিবিহীন নির্বাক কবি এক-
কোন রকম বাজি ছাড়াই
শ্মশানে কাটাতে পারি রাত,
পারিনা আমি কোনভাবেই
মানুষ নামের ঐ
রক্তপিপাসুদের বিরুদ্ধে
বিদ্রোহের আগুন জ্বালাতে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here